মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল গ্রেপ্তার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবির একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) মির্জা আব্বাসকে তার মতিঝিলের বাসা থেকে এবং আলালকে রাজধানীর শাহীনবাগ এলাকায় ঢাকা ব্যাংকের একটি শাখা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই ডিবি কর্মকর্তা।
আজ ঢাকার একটি আদালত ২০০৭ সালে দায়ের করা একটি দুর্নীতির মামলায় আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কয়েক ঘণ্টা পর তাদের গ্রেপ্তার করা হলো।
ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমামের তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়েছিল।
আজ এ মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামি মির্জা আব্বাস শুনানিতে হাজির হননি। তার আইনজীবী সময়ের আবেদন করেন।
আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিল করেন। সেই সঙ্গে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেন।
এছাড়া গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর মির্জা আব্বাসসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।