গ্রেফতার সারওয়ার্দীর রিমান্ড চাইবে পুলিশ: হারুন অর রশীদ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর শেখানো কথায় বিএনপি অফিসে মিয়ান আরেফী সংবাদ সম্মেলন করেছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়ান্দা বিভাগের প্রধান এবং অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
এ ঘটনায় আজ মঙ্গলবার গ্রেফতারকৃত সারওয়ার্দীর রিমান্ড চাওয়া হবে জানিয়ে তিনি বলেন, 'কী ষড়যন্ত্র হয়েছে, জানতে সারওয়ার্দীর রিমান্ড চাইবে পুলিশ।' আইনশৃঙ্খলা পরিবেশ বিনষ্ট ও অস্থিতিশীল পরিবেশ তৈরিতে কী ষড়যন্ত্র হয়েছিল, সে বিষয়ে জানতে মামলার ২ নম্বর আসামি সারওয়ার্দীর রিমান্ড চাওয়া হবে।
প্রসঙ্গত, আরেফীর বিরুদ্ধে রোববার (২৯ অক্টোবর) রাতে মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় জাহিদুল ইসলাম আরেফীর সঙ্গে হাসান সারওয়ার্দী এবং বিএনপি ইশরাক হোসেনকে আসামি করা হয়। পুলিশের সূত্র জানায়, আসামিরা আরেফীকে বাইডেনের উপদেষ্টা হিসেবে উপস্থাপন করেছেন। তারা মিথ্যা পরিচয়ে আরেফীকে উপস্থাপন করেছেন।
ডিবি প্রধান বলেন, মিয়ান আরেফী ২৮ অক্টোবর যেসব কথা বলেছেন, সেগুলো তিনি বলতে চাননি। লে. জে. (অব.) সারওয়ার্দী তাকে শিখিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন আরেফী।