সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী আটক
র্যাব জানায়, রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৫ নভেম্বর) সকালে তাকে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, আলতাফ হোসেন চৌধুরীকে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে।