তৃণমূল বিএনপিতে যোগ দিলেন বিভিন্ন দলের ৬০০-এর বেশি নেতাকর্মী
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬ শতাধিক নেতাকর্মী, এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকেরা বুধবার (৮ নভেম্বর) তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
তাদের স্বাগত জানাতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কেএ জাহাঙ্গীর মজুমদারের সভাপতিত্বে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা ও সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) শেখ হাবিবুর রহমান।
সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ।
শমসের মবিন চৌধুরী বলেন, দেশে আন্দোলনের নামে অগ্নিসংযোগ, নিরীহ মানুষ হত্যা, যানবাহন ভাঙচুর দেখতে চায় না তৃণমূল বিএনপি।
তিনি বলেন, 'আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড অবলম্বন করতে চাই। আমরা আগামী সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করব তবে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।'
তিনি তৃণমূল বিএনপির নেতাকর্মীদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
তৈমুর আলম খন্দকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আন্দোলনের নামে প্রকৃত খুনি, অগ্নিসংযোগকারী এবং যানবাহন ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।