তফসিল ঘোষণা ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বুধবার সন্ধ্যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পাশে প্রায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সকাল থেকেই নির্বাচন কমিশন ভবনের আশপাশে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে জলকামান সহ আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) দেখা গেছে।
এদিকে সন্ধ্যায় তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে গণমিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকালই ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছিলেন, দেশের জনগণ 'সরকারের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণাকে' সমর্থন করবে না।
দুপুরে রাজধানীর পল্টন মোড়, কাকরাইল, সিদ্ধেশ্বরী, মালিবাগ, মগবাজার এলাকা ঘুরে দেখা যায়, এ মোড়গুলোতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচন ভবন ছাড়াও আগারগাঁও এবং শেরেবাংলা নগরের অন্যান্য এলাকায় সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি ভাষণের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে নির্বাচন কমিশনে নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন কমিশনারদের সাথে চার ঘণ্টাব্যাপী এক বৈঠকে সিদ্ধান্ত হয়, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রয়োজনে ড্রোন ওড়ানো হবে।