মহেশখালীতে পিটার হাসকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকির রেশ কাটতে না কাটতেই এবার তাকে হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম।
গত ৬ নভেম্বর রাতে উপজেলার কালামারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় এ ঘটনা ঘটে।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর ও মহেশখালীর সমাবেশকে সফল করতে এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল।
সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে আসা ওই সমাবেশের ভিডিও ক্লিপে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমকে বলতে শোনা যায়, 'আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।'
এ বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক পাশে বসা আরেক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম বিষয়টি অস্বীকার করেন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সেটি আমাদের দলীয় অনুষ্ঠান ছিল। সেখানে আমার প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে বক্তব্য দিয়েছি। কে বা কারা ভিডিও ছেড়েছে, তা আমি জানি না। আমি এমন বক্তব্য দেইনি। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।"
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী টিবিএসকে বলেন, "বিষয়টি আমাদের নজরে আসেনি। যদি কেউ অন্যায় কিছু করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক টিবিএসকে বলেন, "বক্তব্যটি তার কিনা সেটি নিয়েও সন্দেহ আছে। ভিডিওতে আপনি দেখবেন বক্তব্য দেওয়ার সময় আমি অন্য ব্যক্তির সঙ্গে আলোচনা করছিলাম। বিষয়টি যদি তখনই নজরে আসতো, তাহলে থামিয়ে দিতাম। অভিযুক্ত ব্যক্তি মাঠ পর্যায়ের নেতা। তিনি দলের দায়িত্বশীল পর্যায়ের নন।"
গত ৬ নভেম্বরের ওই সভার লাইভ ভিডিও 'আমাদের মাতামুহুরী' নামে একটি ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।
এর আগে একই তারিখে, ৬ নভেম্বর বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী প্রকাশ্য জনসভায় পিটার হাসকে হত্যার হুমকি দেন। বিএনপি-জামায়াতের 'অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে' চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় মুজিবুল হক চৌধুরী পিটার হাসের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকিকে 'সহিংস বক্তব্য' হিসেবে আখ্যা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই বক্তব্যকে তারা অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করে।
এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন এম এ হাশেম নামের এক ব্যক্তি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোমবার তিনি এই আবেদন করলেও সেটি খারিজ করেন আদালত।