মিধিলির কবলে পড়া দুই ট্রলারের ৩৯ জেলে এখনো নিখোঁজ
ঘূর্ণিঝড় মিধিলির কবলে পরা মাছ ধরার দুটি ট্রলারের সন্ধান এখনো পাওয়া যায়নি। খোঁজ না পাওয়া ট্রলার দুটি হলো– এফবি এলাহী ভরসা এবং এফবি তামান্না। এরমধ্যে এলাহী ভরসায় ৩১ জন ও তামান্নায় ৮ জন জেলে রয়েছেন।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ও জেলে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘূর্ণিঝড় মিধিলির সতর্কবার্তা পেয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো তীরে ফিরতে শুরু করে। এর মধ্যে ২০টি ট্রলার ফিরে না এলে, মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ট্রলারগুলোতে থাকা জেলেদের সাথে যোগাযোগ করতে চাইলে নেটওয়ার্ক না থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পরে ওই ২০ ট্রলারসহ আনুমানিক ২০০ জন জেলেকে নিখোঁজ বলে দাবি করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে এফবি নীল সাগর, এফবি মায়ের দোয়া এবং এফবি নিশাত নামের তিনটি ট্রলার ডুবির ঘটনা জানা যায়। ডুবে যাওয়া এফবি মায়ের দোয়া ট্রলারে ৮ জন জেলে নিখোঁজ ছাড়া ডুবে যাওয়া ট্রলারগুলোতে থাকা বাকি সব জেলেরা জীবিত উদ্ধার হয়েছে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ দুটি ট্রলারের ৩১ ও ডুবে যাওয়া একটি ট্রলারের ৮ জনসহ মোট ৩৯ জন জেলে নিখোঁজ রয়েছে। ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজ জেলেদের সন্ধান পেতে শুরু থেকেই আমরা চেষ্টা করেছি। এ ছাড়াও জেলেদের খোঁজ পেতে মালিক সমিতির দু'টি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।