শ্রমিকদের মজুরি বাড়ায় সরবরাহকারীর কাছ থেকে বেশি দাম দিয়েই পণ্য নেবে এইচ এন্ড এম
বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোয় এখন থেকে সরবরাহকারীদের থেকে বেশি দামে পণ্য কেনার প্রতিশ্রুতি দিল হেনেস অ্যান্ড মরিৎস এবি (এইচ এন্ড এম)। ব্লুমবার্গ নিউজের প্রাপ্ত একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে।
স্টকহোম-ভিত্তিক কোম্পানিটি বাংলাদেশি গার্মেন্টস পণ্য সরবরাহকারীদের উদ্দেশে এ চিঠি দিয়েছে।
ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬% বাড়িয়ে ১২,৫০০ টাকা (১১৩ ডলার) করতে সম্মত হয়েছে সরকার।
"আমরা আমাদের সাপ্লাই চেইনে ন্যায্য এবং প্রতিযোগিতামূলক মজুরির বৃদ্ধিকে সমর্থন করি এবং কাজের পরিবেশ উন্নতকরণের লক্ষ্যে কাজ করছি," চিঠিতে বলে এইচ এন্ড এম।
ন্যূনতম বেতন বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহব্যাপী সহিংস বিক্ষোভের পর সরকার শ্রমিকদের মজুরি বাড়ায়। কারখানা মালিকরা আশঙ্কা করেছিলেন, বিদেশি ক্রেতারা আগের দামেই পণ্য কিনলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি তাদের লাভের অংকে প্রভাব ফেলবে।
ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন বলেন, "মজুরি বৃদ্ধি নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম।" এইচ এন্ড এম থেকে চিঠি পেয়েছেন তিনি।
"এটি আমার জন্য বড় স্বস্তির বিষয়। এ উদ্যোগের ফলে আমি শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারবো," টিবিএসকে বলেন তিনি।
অন্যান্য ব্র্যান্ডও একইভাবে এগিয়ে আসবে বলে আশাবাদী তিনি।
এইচ এন্ড এম-এর একজন মুখপাত্র নিশ্চিত করেছে, তারা একটি চিঠিতে সরবরাহকারীদের কাছে তাদের ক্রয় পদ্ধতিতে পরিবর্তনের কথা জানিয়েছে।
চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ, যেখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেশ কম। এ শিল্পে প্রায় ৪ মিলিয়ন মানুষ কর্মরত।