২৮০ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূল বিএনপি'র
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ টি আসনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে তৃণমূল বিএনপি।
দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার সন্ধ্যায় রাজধানীর পল্টনের পার্টির অফিসে এ ঘোষণা করেন।
তিনি বলেন, "আমরা ৩০০ আসনেই প্রার্থী দিবো। বাকি ২০ জনের নাম রাতের মধ্যেই আমরা ফাইনাল করবো। আমাদের ৫০০ টির বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এখনও যে কেউ চাইলে মনোনয়ন কিনতে পারেন।"
তিনি আরও বলেন, "আমরা কোনও কোনও আসনে একাধিক প্রার্থী দিয়েছি যাদেরকে তাদের কর্মকাণ্ড দেখে পরবর্তীতে ফাইনাল করবো।"
তৈমূর আলম খন্দকার আরও বলেন, "প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আমরা দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পরিবারের লোকজন, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের অগ্রাধিকার দিয়েছি। যারা সমাজের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।"
তৃণমূল বিএনপির প্রার্থীদের তালিকা
টাঙ্গাইল-১ জাকির হোসেন
টাঙ্গাইল-২ মাহাবুবুর রহমান খান
টাঙ্গাইল-৩ ইউজিন নক্রেক
টাঙ্গাইল-৪ শহিদুল ইসলাম
টাঙ্গাইল-৬ আব্দুর রাজ্জাক শাহজাদা
টাঙ্গাইল-৭ আব্দুর রহিম মিয়া
টাঙ্গাইল-৮ পারুল
কিশোরগঞ্জ-২ আহসানুল্লাহ
কিশোরগঞ্জ-৫ সোহরাব হোসেন
মানিকগঞ্জ-১ ইঞ্জিনিয়ার শেখ শাহিন রহমান
মানিকগঞ্জ-২ মো. জসিম উদ্দীন
মানিকগঞ্জ-৩ মোয়াজ্জেম হোসেন খান মজলিশ
মুন্সিগঞ্জ-১ অ্যাড. অন্তরা সেলিমা হুদা
মুন্সিগঞ্জ-২ জাহানুর রহমান সওদাগর
মুন্সিগঞ্জ-৩ আসওয়াত ইসলাম
ঢাকা-১ মফিদ খান
ঢাকা-২ সালাম মাহমুদ
ঢাকা-৩ মো. ইমান আলী ইমন
ঢাকা-৪ ড. খন্দকার এমদাদুল হক/ মো. রফিকুল ইসলাম
ঢাকা-৫ আব্দুল হামিদ হৃদয়
ঢাকা-৬ এসএম আনোয়ার হোসেন অপু/ কাজী সিরাজুল ইসলাম/ মো. জহিরুল ইসলাম
ঢাকা-৭ সৈয়দা নুরুন নাহার
ঢাকা-৮ এমএ ইউসূফ / আশরাফ আলী হাওলাদার
ঢাকা-৯ রুবিনা আক্তার রুবি/ কামাল হোসেন
ঢাকা-১০ শাহানুর রহমান
ঢাকা-১১ শেখ মোস্তাফিজুর রহমান
ঢাকা-১২ নাঈম হাসান
ঢাকা-১৩ এসএম আশরাফ
ঢাকা-১৪ নাজমুল ইসলাম
ঢাকা-১৫ অধ্যাপক এনায়েতুল ইসলাম
ঢাকা-১৬ এনায়েতুর আব্দুর রহিম
ঢাকা-১৭ শফিকুল বাশার
ঢাকা-১৮ ড. সিরাজুল ইসলাম/ মো. মফিজুর রহমান
ঢাকা-১৯ মাহবুবুল আলম
ঢাকা-২০ অধ্যক্ষ আব্দুল হাবিবগাজীপুর-১ চৌধুরী ইরাজ আহমেদ সিদ্দিকী/ আব্দুল জাব্বার সরদার
নারায়ণগঞ্জ-১ তৈমূর আলম খন্দকার
নারায়ণগঞ্জ-২ কে এম আবু হানিফ হৃদয়
নারায়ণগঞ্জ-৩ মো. চান মিয়া/ আফরোজা বেগম হ্যাপি
নারায়ণগঞ্জ-৪ অ্যাড. আলী হোসেন
নারায়ণগঞ্জ-৫ অ্যাড. আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া