অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে একমত পোষণ করা ‘ভণ্ডামি’: রিজভী
ইউরোপীয় ইউনিয়নের চাওয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন; আওয়ামী লীগও তাই চায় বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই মন্তব্য প্রতারণা এবং ভণ্ডামি ছাড়া কিছুই নয় বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, "তারা (ইউরোপীয় ইউনিয়ন) শুধু আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচনের কথা নয়, বরং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলেছে, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে। তাহলে একমত হলেন কীভাবে? এটা যে কতটুকু প্রতারণা এবং ভণ্ডামি- সেটা দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে।"
এর আগে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে এক বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ইইউ বাংলাদেশে একটি 'গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন' দেখতে চায়।
হোয়াইটলির মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'আমরা তাদের (ইইউ) সঙ্গে একমত। নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরাও তাই চাই।'
এবিষয়ে আজকের সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আওয়ামী লীগ "দেশের মানুষকে অতল গহ্বরের মুখে ঠেলে দিয়ে ক্ষমতায় আঁকড়ে ধরে রাখছে। দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ের কোনো কিছুরও তোয়াক্কা করছে না তারা।"
বিএনপির এই নেতা আরো বলেন, এই সরকার তার কর্তৃত্ববাদী শাসন এমন পর্যায়ে নিয়ে গেছে যে সরকারের বিরুদ্ধে টু শব্দ করলেও তার মহাবিপদ আছে। হয় দীর্ঘদিনের জন্য সে জেলে থাকবে, না হলে একেবারে চিরতরে গুম করে দিবে, নাহয় তার লাশ খালে-বিলে পড়ে থাকবে।"