ফখরুলের জামিন শুনানি ৩ জানুয়ারি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ আবারও পিছিয়ে গেছে।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় ফখরুলে জামিন প্রশ্নে রুলের শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
রোববার (১৭ ডিসেম্বর) শুনানির দিন ধার্য থাকলেও বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করেন।
গত ২৯ অক্টোবর থেকে তিনি কারাগারে আছেন। কারাগারে পাঠানোর পর এই নিয়ে তৃতীয়বারের মতো ফখরুলের জামিন নামঞ্জুর হলো।
এর আগে গত বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার একটি আদালতে ১০টি মামলায় জামিন চাইলেও ওই মামলাগুলোয় তাকে পুলিশ গ্রেপ্তার না দেখানোয় বিচারিক আদালত জামিন আবেদন শোনেননি। ওই দিন উচ্চ আদালতে ফখরুলের আগাম জামিনের আবদেন করার পরামর্শ দেন আদালত।
গত ৭ ডিসেম্বর হাইকোর্ট মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করলেও তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
এর আগে গত ২২ নভেম্বর নিম্ন আদালত তার জামিন নামঞ্জুর করে।
গত ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ। প্রায় ১০ ঘণ্টা পর পুলিশ তার বিরুদ্ধে অন্তত দুটি মামলা করে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন মির্জা ফখরুল।