৩১ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/05/24/metro_rail.jpg)
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগামী ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের কার্যক্রম শুরু করবে। ওইদিন থেকে এ দুটি স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে কোম্পানির কার্যালয়ে এক সংবাদ সম্মেলে এ তথ্য জানান।
এর আগে ডিএমটিসিএল ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশনে কার্যক্রম শুরু করে।
এ বছরের গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন।
আগারগাঁও–মতিঝিল সেকশন উদ্বোধনের পর ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামছে মেট্রোরেল।
বর্তমানে উত্তরা–মতিঝিল রুটে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করে। তবে শিক্ষার্থী ও পেশাজীবীদের সুবিধার্থে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে দুটো ট্রেন চলাচল করে। কেবল এমআরটি পাস এবং র্যাপিড পাসধারীরা এ দুটি ট্রেনে ভ্রমণ করতে পারেন।
গত ডিসেম্বর থেকে উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে মেট্রোরেল সার্ভিস চালু রয়েছে।
ডিএমটিসিএল- এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, আগামী মার্চের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এ অংশে ট্রেন দিয়াবাড়ী-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।
বর্তমানে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল ৮টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। প্রতিদিন এক লাখ ৩০ হাজার থেকে দেড় লাখের মতোন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।
এম এ এন ছিদ্দিক জানান, ৩১ ডিসেম্বর থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতেই সকাল সাতটা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। তবে আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ী-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।
মেট্রোরেল লাইন-৬ এর উত্তরা-আগারগাঁও অংশ গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় পরদিন থেকে। বর্তমানে সকাল ৮ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অংশে ট্রেন চলাচল করছে। অন্যদিকে, আগারগাঁও-মতিঝিল অংশ চলতি বছরের গত ৪ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে এ অংশে সকাল ৮টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করছে।
সরকার ২০১২ সালের জুলাইয়ে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করে। এটির প্রাথমিক বাস্তবায়নের সময় ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। তবে পরে সময় বাড়ানো হয়।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে এবং প্রকল্পে রেয়াতি ঋণ দিচ্ছে। জাইকা প্রকল্পের জন্য ১৯ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে।