তিন থেকে পাঁচ লাখ টাকার মধ্যে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব হবে: বিএসএমএমইউ ভিসি
বিদেশে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) করতে ২০ লাখ টাকা খরচ হলেও– বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে (বিএসএমএমইউ) মাত্র ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে এই সেবা প্রদান করা সম্ভব হবে। একথা জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
আজ সোমবার (১ জানুয়ারি) দুপুরে বিএসএমএমইউ এর সেন্টার ফর ব্লাড, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন অ্যান্ড স্টেম সেল থেরাপি সেন্টার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, গতবছর এই দিনে সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। বর্তমানে লিভার দাতা ও গ্রহীতা দুজনেই সুস্থ আছেন। বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সেন্টার থেকে যে সকল রোগীরা সেবা নিবেন– আশা করি, তারাও সুস্থ থাকবেন। কোটি টাকার লিভার ট্রান্সপ্লান্ট ২০ লাখ টাকার মধ্যে এবং ৪০ লাখ টাকার কিডনি ট্রান্সপ্লান্ট ৩ লাখ টাকায় এখানে করা হচ্ছে।"
এই বছরের মধ্যেই রোবটিক সার্জারি ও হেয়ার ইমপ্লান্ট চালু করা হবে বলেও জানান তিনি।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, গত চার মাসে স্বল্পব্যয়ে এই সুপার স্পেশালাইজড হাসপাতালে সফলভাবে ১৭টি কিডনি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে সফলভাবে প্রথমবারের মত ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা হয়েছে এবং জোড়া শিশু আলাদা করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের সাবেক প্রধান এবং বোনম্যারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ খান টিবিএসকে বলেন, "এ মুহূর্তে দেশে প্রায় ১০ হাজার ট্রান্সপ্ল্যান্ট করার মতো রোগী রয়েছে। ২০১৪ সাল থেকে এপর্যন্ত গড়ে বছরে ২০টি ট্রান্সপ্ল্যান্ট করতে পেরেছি আমরা; যেখানে বছরে এক হাজার ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন। দেশে ব্যোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের হার বাড়াতে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দরকার। এতে করে রোগীরা দেশেই কম খরচে চিকিৎসা করতে পারবে।"
বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে, আসগর আলী হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৬–১৫ লাখ টাকার মধ্যে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে।
২০২৪ সাল থেকে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে ব্যোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট চালু হবে বলে জানিয়েছেন ডা. এম এ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ- এর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান– অধ্যাপক ডা. সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) ডা. সাইফ উদ্দিন আহমেদ এবং উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মো. মনিরুজ্জামান খান।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মুস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমানসহ প্রমুখ।