উত্তারাঞ্চলে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ, ছড়িয়ে পড়বে সারা দেশে
গতকাল (বুধবার) থেকে দেশের রংপুরের কয়েকটি এলাকায় মাঝারি শৈতপ্রবাহ শুরু হয়েছে। একইসাথে আগামী এক সপ্তাহে ঢাকা, রাজশাহীসহ বেশ কয়েকটি এলাকায় তাপমাত্রা আরও কমে মাঝারি শৈতপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে তীব্র শৈতপ্রবাহের সম্ভাবনা এবারে একেবারেই কম।
এছাড়া আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে এবং দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী বিভাগের দু'এক জায়গায় হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগামী ৯ তারিখের পরে দেশের তাপমাত্রা আরও কমতে পারে। আর সারা দেশের তাপমাত্রা আগামী কয়েকদিন এখন যেমনটা আছে তেমনই থাকার সম্ভাবনা রয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনের দিন দেশের রংপুর, রাজশাহীসহ কিছু এলাকায় মাঝারি মানের শৈতপ্রবাহ দেখা দিতে পারে।"
তিনি বলেন, "যদি তাপমাত্রা ৬ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামে তখন তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি মানের শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয় তবে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ।"
শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গতকাল (বুধবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৭.৪ ডিগ্রী সেলসিয়াস। এ এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে।
তাপমাত্রার পারদ নেমে যাওয়ার পাশাপাশি দেশের বেশির ভাগ এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে। দিনে কুয়াশা কমে রোদের দেখা পাওয়া গেলেও সন্ধ্যার পর শীত আরও বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।