ড. ইউনূসের বিরুদ্ধে মামলা 'নিবিড়ভাবে' পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র: স্টেট ডিপার্টমেন্ট
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাকে 'নিবিড়ভাবে' পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বুধবার (৩ জানুয়ারি) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান।
মিলার বলেন, "ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যা তার নোবেল শান্তি পুরস্কার এবং অন্য অনেক আন্তর্জাতিক সম্মানে প্রতিফলিত হয়েছে। তার বিরুদ্ধে মামলাকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"
একইসাথে মামলার রায়ের বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার কথা জানিয়ে তিনি নোবেল বিজয়ী ড. ইউনূসের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
মিলার বলেন, "আমাদের দিক থেকে অবাধ ও স্বচ্ছ আইনগত প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছি। পরবর্তী অন্য যেকোনো পরিবর্তন আমরা ঘনিষ্ঠভাবে অব্যাহতভাবে অনুসরণ করব।"
এর আগে, গত সোমবার (১ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন ঢাকার শ্রম আদালত। এর মধ্যে রয়েছে গ্রামীণ টেলিকমের কর্মীদের ৫ শতাংশ লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়া, ১০১ জন কর্মীকে স্থায়ী না করা এবং সরকারি ছুটির বিপরীতে শ্রমিকদের ক্ষতিপূরণ না দেওয়া।
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মিলার যুক্তরাষ্ট্রের অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
মার্কিন সরকার একটি ডামি নির্বাচনকে বৈধতা দেওয়ার সম্ভাবনা আছে কি-না জিজ্ঞাসা করা হলে মুখপাত্র বলেন, 'আমরা খুব নিবিড়ভাবে এই নির্বাচন পর্যবেক্ষণ করব। তবে অবশ্যই পরবর্তী ঘটনার জেরে আমরা কী পদক্ষেপ নেব না নেব সে বিষয়ে আমি আগে থেকে কোনো কথা বলব না।'