ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী, বললেন জনগণের ওপর বিশ্বাস আছে
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেন, জনগণের ওপর তার বিশ্বাস আছে; তার দল আওয়ামী লীগের প্রতীক নৌকার জয় হবে।
নির্বাচনের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, টআজকের যে ভোটের পরিবেশ সুন্দরভাবে হয়েছে, আমি আশা করি, দেশে সব মানুষ তারা ভোট দিতে আসবেন, ভোট দেবেন। আপনার অধিকার আপনি প্রতিষ্ঠিত করবেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবেন। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এগিয়ে নেবেন, এটাই আমি চাই।
টআশা করি নৌকা মার্কা জয় লাভ হবে। আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে, আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, তা বাস্তবায়ন করতে পারব। জনগণের ওপর আমার এ বিশ্বাস আছে।'
তিনি আরও বলেন, 'নির্বাচন আমরা সুষ্ঠুভাবে করতে পারছি, এজন্য আমি আমার দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা-বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকারের বিষয় সচেতন হয়েছে। পাঁচ বছর পর নির্বাচন আসে। জনগণ ভোট দেবে, সে নির্বাচনের ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি । যদিও এখানে বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে।'
ঢাকা সিটি কলেজ কেন্দ্রটি ঢাকা-১০ নির্বাচনী এলাকার আওতাধীন, যার মধ্যে রয়েছে ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট এবং কলাবাগান থানা।
এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
রোববার সকাল ৮টার একটু আগেই প্রধানমন্ত্রী সিটি কলেজ প্রাঙ্গণে গিয়ে পৌঁছান। সময় শুরুর পরই প্রধানমন্ত্রী ভোটকক্ষে প্রবেশ করেন। এরপর তিনি ভোট দেন।