বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়ার আশা
আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে রাজধানী ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে এখনও সেভাবে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। প্রার্থীদের আশা, সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
ঢাকা-১৬ আসনের মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৬৫ নম্বর কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৪০ জন। এখানে সকাল ১০টা পর্যন্ত মাত্র ৪১টি ভোট পড়েছে, যা মোট ভোটের ১.২২ শতাংশ।
প্রিসাইডিং অফিসার সামান উদ্দিন আহমেদ টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন৷
একই শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪ নম্বর কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৬১টি। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩২৩ জন।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টিবিএসকে বলেন, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি। সকাল ১০টা পর্যন্ত ৬১ জন ভোট দিয়েছেন।
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের আওতাধীন আক্রান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২৫ জন। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৬১ টি। অর্থাৎ দুই ঘণ্টায় মাত্র ৭ শতাংশ ভোট পড়েছে এই কেন্দ্রে।
অপরদিকে আক্রান উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৯ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৫৪ জন। ভোট পড়েছে ২২৬ টি।
আক্রান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজাউল হক টিবিএসকে বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একই কথা বলেন আক্রান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এমদাদ হোসাইন।
রাজধানীর মোহম্মদপুর বাদশাহ্ ফয়সল ইনস্টিটিউটের ৩টি কেন্দ্রের ৪৯ নাম্বার কেন্দ্রে ১০টা ১৪ মিনিটে লাইনে কোনো ভোটার দেখা যায়নি।
সকাল ১০টা ৪০ মিনিটে নিজের ভোট দেওয়ার পর ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ভোট বর্জনের ডাক প্রত্যাখ্যান করে জনগন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।
কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সময় গড়ানোর সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
চট্টগ্রাম-১০ আসনের একটি কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৫ শতাংশ
চট্টগ্রাম-১০ আসনের চট্টগ্রাম সরকারী মহিলা কলেজে পুরুষদের ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮০৮ জন। বুথ রয়েছে ৭টি। সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় এই কেন্দ্রে মোট ভোট পড়েছে মাত্র ১৮০ টি, যা মোট ভোটের প্রায় ৫ শতাংশ। এই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শেখ শাহীন এ তথ্য জানিয়েছেন।
রাজশাহীর তাহেরপুরের একটি কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট ১৪ শতাংশ
রাজশাহীর তাহেরপুর ডিগ্রি কলেজের নারী ভোটকেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত ১৪.৬২ শতাংশ ভোট পড়েছে।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ৬২ জন। প্রথম এক ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৭ শতাংশ। দ্বিতীয় ঘণ্টায় এটা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৬২ শতাংশ।
সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এই কেন্দ্র পরিদর্শনে এসে বলেন, ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।