নরসিংদীতে ভোটের আগেই ব্যালটে নৌকার সিল, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই প্রিজাইডিং অফিসারকে
নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) আসনে অনিয়মের অভিযোগে বাতিল করা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুনুর রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। তবে আজ (৭ জানুয়ারি) দুপুরে প্রিজাইডিং অফিসারকে পুলিশ আটক করে বলে খবর ছড়িয়ে পড়ে।
এর আগে ভোট শুরুর আগেই অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার ছল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান টিবিএসকে বলেন, 'তাকে (হারুনুর রশীদ) আটক করা হয়নি। ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও অফিসে আনা হয়েছে। কারা ঘটনা ঘটিয়েছেন, সেটি চিহ্নিত করার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রিজাইডিং অফিসার হারুনুর রশীদের সঙ্গে মুঠোফোনে কথা হয় টিবিএসের এ প্রতিবেদকের। তিনি তখন জানান, সকালে আওয়ামী লীগের প্রার্থী ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কয়েকজন সমর্থক ভোটকেন্দ্রে তার কক্ষে এসে দরজা বন্ধ করে দিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা ১২টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারেন। পরে খবর পেয়ে প্রশাসনের লোকজন কেন্দ্রে এসে তাকে উদ্ধার করেন বলে জানান তিনি।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান টিবিএসকে জানান, ভোটগ্রহণ শুরুর আগেই কিছু অনিয়মের খবর পাওয়ায় ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। ৮-১০ জন ব্যক্তি কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করে। এজন্য ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। এই কেন্দ্রে কখন আবার ভোটগ্রহণ হবে, সেটি কর্তৃপক্ষ বলতে পারবে।