নারায়ণগঞ্জে ভোট কেনার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে দুই বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে টাকা দিয়ে ভোট কেনার ঘটনায় এক স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (৭ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগমের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
এর আগে গতকাল শনিবার (৬ জানুয়ারি) রাতে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে উপজেলার আগারপাড়া এলাকায় ভোটারদের মাঝে টাকা বিলি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন সবুজ ও নাঈম। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ এসে নগদ এক লাখ ৮০ হাজার টাকাসহ তাদের আটক করে। শাহজাহান ভুইয়া কেটলি প্রতীকে নির্বাচন করছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রূপগঞ্জের আগরপাড় এলাকার মৃত রতন মিয়ার ছেলে সবুজ (৩০) ও মিজান মিয়ার ছেলে নাঈম (২৭)।
আজ সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠান।