ব্রাহ্মণবাড়িয়ায় পরাজিত প্রার্থীর বিরুদ্ধে গৃহায়ণমন্ত্রীর শতকোটি টাকার মানহানি মামলা
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পরই র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ৭ জানুয়ারির নির্বাচনে পরাজিত প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা ফিরোজুর রহমানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ নজরুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয় বলে মোকতাদির চৌধুরীর আইনজীবী আব্দুল জব্বার মামুন জানান।
তিনি আরও জানান, আগামী রোববার মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান। তিনি কাঁচি প্রতীকে পান ৬৪ হাজার ৩৭ ভোট।
আইনজীবী আব্দুল জব্বার মামুন বলেন, ''সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে গত ২৬ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান তার এক নির্বাচনী জনসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোকতাদির চৌধুরীকে ৩০-৩৫ বছর আগে ৫০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন এবং ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়াতেও টাকা দিয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন।''
তিনি বলেন, ''মোকতাদির চৌধুরী ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং তিনি ৩০ বছর আগে ফিরোজুর রহমানকে চিনতেনই না। ফলে তার কাছ থেকে টাকা নেয়ারও প্রশ্ন ওঠেনা।''
আইনজীবী আরও বলেন, ''ফিরোজুর রহমানকে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে উকিল নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি জবাব না দেওয়ায় আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।''