দলের সব পদ থেকে দুই সিনিয়র নেতা ফিরোজ-সুনীলকে অব্যাহতি দিলো জাতীয় পার্টি
দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টির (জাপা)।
শুক্রবার (১২ জানুয়ারি) জাপা'র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এ অব্যাহতি দেন।
দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।
এছাড়া দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর ডাকা ছাড়া ঢাকায় অন্য কোনো সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশ দিয়ে দলের নেতা ও দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের একটি নোটিশও পাঠিয়েছে দলটি।
এর আগে ১০ জানুয়ারি জি এম কাদের, মুজিবুল হক চুন্নু এবং দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রেজাউল ইসলাম ভূঁইয়াকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে ঢাকায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে হাজির হন জাপা'র একদল নেতা-কর্মী।
তারা দ্বাদশ জাতীয় নির্বাচনে দলের ভরাডুবির জন্য দলের সিনিয়র নেতাদের স্বেচ্ছাচারী কর্মকাণ্ডকে দায়ী করেন।
জাপা থেকে নবনির্বাচিত ১১ জন প্রার্থী ১০ জানুয়ারি সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে জাপা ২৬৫ আসনে প্রার্থী দেয়। আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসন ভাগাভাগির পরও কেবল ১১টিতে জয়লাভ করে এটি।
এর আগে একাদশ জাতীয় নির্বাচনে সংসদে দলটি ২২টি আসন পেয়েছিল।