রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু
রাজধানীর তেজগাঁও এলাকায় কারওয়ান বাজারসংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় ভোর ৫টার দিকে দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ঘটনাস্থলে করা ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, এ আগুনে বস্তির অন্তত ৩০০টি ঘর পুড়ে গেছে। বেশিরভাগই ঘরই বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি, যার মধ্যে কয়েকটি দোতলা। বাঁশ ও কাঠের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।