কৃষকদের পাট চাষে উৎসাহিত করা হবে: বস্ত্র ও পাটমন্ত্রী নানক
কৃষকদের পাট চাষে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
রবিবার সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমি কৃষক ও পাট উৎপাদকদের সঙ্গে সম্পৃক্ত থাকব এবং পাট উৎপাদনে উৎসাহিত করব।'
এসময় নানক বলেন, 'এর আগে ২০০৮ সালে আমি প্রতিমন্ত্রী ছিলাম। সেসময় একটি চ্যালেঞ্জে পড়েছিলাম। বিএনপি-জামায়াত এমন একটি দেশ রেখে গিয়েছিল, যে দেশটি ছিল মুখ থুবড়ে পড়া একটি দেশ। ছিল পানির হাহাকার, সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছিল, স্থানীয় সরকার ধ্বংস হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি প্রতিমন্ত্রী হিসেবে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে সারা বাংলাদেশে ওই চ্যালেঞ্জ মোকাবিলা করে উত্তীর্ণ হয়েছিলাম।'
তিনি বলেন, 'আজ একটি নতুন মন্ত্রণালয়ে, নতুন জায়গায় আবার সেই মাঠের মানুষদের সঙ্গে যোগাযোগ হবে। মাঠের কৃষকদের সঙ্গ যোগাযোগ হবে। পাট উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ হবে। পাট উৎপাদনে উৎসাহিত করা হবে।'