চীন, ভারত ও রাশিয়ার এই সরকারকে মানতে বাধ্য নই: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এই সরকারকে তারা [বিএনপি] মানতে বাধ্য নয়।
বিএনপির এই নেতা বলেন, '৭ জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনা সাত পার্সেন্ট ভোটের মালিক। আর ৯৩ শতাংশ মানুষের নেতা তারেক রহমান। এই সরকার জনগণের নয়, এটি চীন, ভারত ও রাশিয়ার সরকার।'
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ জানুয়ারির নির্বাচনের পর এই মিছিলটি বিএনপির প্রথম বড় মাপের কর্মসূচি।
দলের পক্ষ থেকে গয়েশ্বর নতুন সংসদের প্রথম অধিবেশনের সঙ্গে মিল রেখে ৩০ জানুয়ারি পুনরায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্তমান সংসদ ভেঙে দেওয়ার দাবি এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
গয়েশ্বর বলেন, 'কালো পতাকা মিছিল গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের চলমান আন্দোলনের অংশ।'
তিনি আরও বলেন, 'জিনিসপত্রের দাম অতিমাত্রায় বেশি। ঘরে ঘরে অভাব। দিনমজুর মানুষ আগের মতো পেট ভরে দুবেলা খেতে পারেনা।'
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী প্রমুখ।
সংসদের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে গয়েশ্বর বলেন, 'আজকে সংসদে ৬শ'র বেশি সদস্য। এর মধ্যে তারা আগের সংসদ ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করেছে। এটা তো আইনের লঙ্ঘন। আবার ওবায়দুল কাদের বলছেন বিরোধী দল কারা হবে।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নয়, তাদের লুটপাট ও দুর্নীতিবাজ কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য নির্বাচন করেছে। দশ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। যারা পাচার করেছেন তারা কিন্তু অস্বীকারও করেননা। যার নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।'
ভারতীয় সীমান্তে বিজিবি সদস্য হত্যার কথা উল্লেখ করে গয়েশ্বর প্রশ্ন তোলেন, 'আমাদের বিজিবি সদস্যকে হত্যা করার অধিকার তাদের কে দিয়েছে? কেন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটিও প্রতিবাদ হচ্ছে না? দেশের সার্বভৌমত্ব এখন বিপন্ন কারণ অন্য কেউ যখন দেশের সিদ্ধান্ত নেয় তখন তো সার্বভৌমত্ব থাকে না।'
বিএনপির বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার অভিযোগের জবাবে তিনি বলেন, 'বিএনপির কি দায় পড়েছে যে হিন্দু বাড়িতে লুটপাট করবে?'
প্রধান বিচারপতির বাড়িতে হামলার ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, 'আওয়ামী লীগ সরকার এখন আমাদের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলা দিচ্ছে। আর যেদিন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ ছাড়া করলেন তখন কী হয়েছিল?'