শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন শিক্ষাক্রম সাদরে গ্রহণ করেছেন, বলছেন আলিয়া মাদ্রাসার শিক্ষকরা
নতুন শিক্ষাক্রম ও শ্রেণিকক্ষে শিক্ষণ পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আলিয়া মাদ্রাসার শিক্ষকেরা। তারা বলছেন, নতুন শিক্ষাক্রম নির্ধারণে আলিয়া মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ সন্তুষ্টি প্রকাশ করেন।
এর আগে সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতারা।
সভায় নতুন শিক্ষাক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে শিক্ষকরা জানান, নতুন শিক্ষাক্রম মাদ্রাসার সঙ্গে জড়িত সবাই ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এর ফলে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি কমেছে, যা শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে ভূমিকা রাখবে। এ সময় তারা নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন।
তারা বলেন, উপমহাদেশে হাজার বছর ধরে বহমান ইসলামী ভাবধারা দেশের আলিয়া মাদ্রাসায় চর্চা করা হয়। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই মাদ্রাসায় নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকরা সাদরে গ্রহণ করেছেন। নতুন শিক্ষাক্রম দক্ষতামূলক, যা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নানা বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টির পাঁয়তারা করছে।
শিক্ষাক্রমের বিরোধিতার নামে কেউ যাতে অপরাজনীতির সুযোগ না পায়, সেজন্য নতুন পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে তা যথাযথভাবে সংশোধন করা যেতে পারে বলে অভিমত শিক্ষকদের।
সভায় শিক্ষক নেতারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান, যাতে তারা মাদ্রাসার জন্য প্রণীত পাঠ্যবইয়ে তাদের মতামত প্রদান ও অবদান রাখতে পারেন।
সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় পাঠ্যক্রমের বিষয় ছাড়াও ধর্মীয় বিষয় অধ্যয়ন করে। তাই মাদ্রাসা শিক্ষার্থীরা মূলধারার সঙ্গে তাল মিলিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে বিভিন্ন ক্ষেত্রে।
সভায় শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের দাবি পুরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, সরকার ১৮শ মাদ্রাসা ভবন নির্মাণ করেছে। এছাড়াও বহু মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে।