কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনে দ্রুত বিচার আইন স্থায়ী করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমন করার জন্য দ্রুত বিচার আইন স্থায়ী করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া গেছে। বিরোধী দল দমন নয়, যারা অবরোধ করবে, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করবে- তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।'
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলকে দমন করার জন্য কি 'আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন- ২০২৪' স্থায়ী করা হয়েছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমন করার জন্য দ্রুত বিচার আইনটি স্থায়ী করা হয়নি।
তিনি বলেন, এই আইনের মাধ্যমে জ্বালাও পোড়াও, সহিংসতাসহ অপরাজনীতি বন্ধ করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া গেছে। তাই অপরাধের বিচার দ্রুত করার জন্য আইনটি স্থায়ী করা হয়েছে। দ্রুত বিচার হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় এটি অনেক কার্যকর হয়েছে। বিরোধী দল দমন নয়, যারা অবরোধ করবে, যারা আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।
বিএনপি কালো পতাকা মিছিল বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকারের সংসদের প্রথম দিনে কালো পতাকা মিছিল করে পরিস্থিতি অস্থিতিশীল করাটা বিএনপির ঠিক হয়নি। এজন্য পুলিশ বাধা দিয়েছে। রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা নেই। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এরকম কর্মসূচি করতে দেওয়া হবে না।
বিএনপির নেতা মঈনকে আটকের বিষয়ে মন্ত্রী বলেন, মঈন খানকে আটকের ঘটনায় ধাক্কাধাক্কি হলে সেটা ইচ্ছাকৃতভাবে ঘটেনি। মঈন খানকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি পুলিশ। এ ধরনের পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ধাক্কাধাক্কি হয়।