বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১,৪৭৪ টাকা
দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ১২ কেজির সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রোববার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর এ তথ্য জানায়।
এর আগে জানুয়ারিতে ১২ কেজিতে এলপিজির দাম বাড়ানো হয়েছিল ২৯ টাকা। তখন দাম ছিল এক হাজার ৪৩৩ টাকা।
২০২১ সালের ১২ এপ্রিল পর্যন্ত কোম্পানিগুলোর এলপিজির দাম নির্ধারণ করত।
তবে এলপিজির দাম আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় পরে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকোঘোষিত মূল্যের ভিত্তিতে কর্তৃপক্ষ এর দাম নির্ধারণ করবে বলে ঘোষণা দেয় সরকার।
সরকারি ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে দাম বাড়লে ভিত্তিমূল্য বাড়বে। ওই ঘোষণার পর থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করছে বিইআরসি।