মাস্টারকার্ড ও ভিসা কার্ড প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেপ্তার
মাস্টারকার্ড ও ভিসা কার্ড অ্যাকাউন্টের তথ্য নিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট।
রমনা থানার একটি প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো দুই আসামি হলেন মো. রবিউল মিয়া ও নজরুল ইসলাম। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও ১০টি সিম জব্দ করেছে সিআইডি। সিমগুলোর অধিকাংশই ভুয়া নামে নিবন্ধিত।
এ ধরনের প্রতারণার বেশ কয়েকটি ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলার সূত্র ধরে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিআইডি।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা প্রথমে বিভিন্ন ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা সেজে ভিসা এবং মাস্টারকার্ড ব্যবহারকারীদের নাম্বারে ফোন দিয়ে তথ্য হালনাগাদ, কার্ডের পিন নম্বর চার ডিজিটের পরিবর্তে ছয় ডিজিট ও ইমেইল হালনাগাদ না করার কারণে কার্ডের কার্যক্রম বন্ধ হয়েছে বলে জানাত। অনেক কার্ডধারী অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে প্রতারকদের কথা অনুযায়ী কাজ করতেন।
এভাবে সংগৃহীত তথ্য থেকে ১৬ ডিজিটের কার্ডের নম্বর, কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ, কার্ডের বিপরীত পাশে উল্লিখিত তিন ডিজিটের সিভিভি (সিকিউরিটি পিন নম্বর) নম্বর সংরক্ষণ করে পরবর্তীসময়ে গ্রাহকদের কাছে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কোড পাঠাত তারা। এরপর কৌশলে পাঠানো ওটিপি সংগ্রহ করে বিকাশ অ্যাপে ঢুকে 'অ্যাড মানি' সুবিধাটি ব্যবহার করে টাকা আত্মসাৎ করত।