সব মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস, মুক্তিতে বাধা নেই
এবার ঢাকা রেলওয়ে থানায় করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ নিয়ে ১১টি মামলার সবকটিতেই জামিন পেলেন তিনি। এখন তার মুক্তিতে আর বাধা নেই।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলাসহ ১০টি মামলায় জামিন পান মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, সব মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। এখন কারামুক্তিতে কোনো বাধা নেই। জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন তিনি।
গত ২৮ অক্টোবরের পর রাজধানীর পল্টন থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ছয়টি মামলা হয়। আর রমনা থানায় মামলা হয় চারটি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আরেকটি মামলা হয়। গত ৩১ অক্টোবর তিনি গ্রেপ্তার হন। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।