জলদস্যুদের কবলে পড়া জাহাজটি এখন কোথায়?
সোমালি জলদস্যুদের কবলে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর সর্বশেষ অবস্থানের একটি ছবি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইএমবি)।
সেই ছবিতে জাহাজটিকে সোমালিয়া অভিমুখে অগ্রসর হতে দেখা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো জাহাজে থাকা এক ক্রু গতকাল মঙ্গলবার এক অডিও বার্তায় জানিয়েছেন, সাত থেকে আটজন সশস্ত্র জলদস্যু তাদের সম্ভবত সোমালি উপকূলে নিজেদের ক্যাম্পের দিকে নিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, জিম্মি জাহাজটি ও এটির ক্রুদের উদ্ধার কাজ শুরু হতে কয়েকদিন সময় লাগতে পারে।
জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের এই জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এসআর শিপিং লিমিটেড।
কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রাহাত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, যোগাযোগ প্রক্রিয়া শুরু হলে জাহাজে থাকা ২৩ নাবিককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেবে কেএসআরএম।
এদিকে জাহাজে থাকা উদ্দিন মোহাম্মাদ নুর নামে এক কর্মীর পাঠানো অডিও বার্তায় বলতে শোনা যায়, 'এখানে যদি টাকা না দেয়, আমাদের একজন একজন করে মেরে ফেলবে।'
গতকাল মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে জাহাজে থাকা নাবিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উল্লেখ্য, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।