মশা তাড়াতে গিয়ে মশার আক্রমণের শিকার মন্ত্রী তাজুল, মেয়র আতিক
আজ (২০ মার্চ) রাজধানীর উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচিতে মশার আক্রমণের শিকার হয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো: তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং অন্যান্য অতিথিরা।
বেশ কয়েকজন সাংবাদিক এবং ঢাকা উত্তরের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন, অতিথিরা মশার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন।
এলজিআরডি মন্ত্রীর ফেসবুক পেজে পোস্ট করা একটি লাইভ ভিডিওতে দেখা গেছে, মন্ত্রী, মেয়র ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া এবং অন্যরা মশা তাড়াতে হাত নাড়ছেন। কয়েকজনকে মশার কামড় দেওয়া স্থানে হাত দিয়ে চুলকাতে দেখা গেছে।