ঢাকা-রোম সরাসরি ফ্লাইট: দুর্নীতিমুক্ত ও অব্যবস্থাপনামুক্ত যাত্রী সেবা চান ইতালি প্রবাসীরা
রোমে ইতালি প্রবাসী বাংলাদেশিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ফ্লাইট যাতে ভবিষ্যতে আবার বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশির জন্য চালু করা এই ফ্লাইট রুট এর আগে সর্বশেষ ২০১৫ সালে বন্ধ করা হয়েছিল।
প্রবাসীরা ফ্লাইট বন্ধের পেছনে বিমানের কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করার পাশাপাশি টিকিট বিক্রি বন্ধ করে কালোবাজারে বিক্রি করার অভিযোগ তুলেছেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত লাভজনক না হওয়ার কারণে নয় বছর আগে এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
২৭ মার্চ (বুধবার) বিমানের ফ্লাইট উদ্বোধন ও ইফতার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘ ৪০ বছর ইতালিতে বসবাসরত ও ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া গোলাম মোহাম্মদ রুট ঠিক রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
তিনি বলেন "এর আগে সর্বশেষ ২০১৫ সাল পর্যন্ত এই রুটে বিমানের ডিরেক্ট ফ্লাইট ছিল। কিন্তু বিমানের কয়েকজন কর্মকর্তার জন্য এই রুটটি বন্ধ হয়ে যায়।"
প্রবাসীরা বলেন, বিমান যদি এই রুটে বিড়ম্বনামুক্ত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে পারে তাহলে যাত্রীর অভাব হবে না। প্রতিটি ফ্লাইটই যাত্রীভর্তি থাকবে।
তবে এবার যে কোন প্রকার দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিমান মন্ত্রণালয়ের সচিব জনাব মো: মোকাম্মেল হোসেন।
তিনি বলেন, "বিমানে কোন প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় রেখে এই রুটটি পুনরায় চালু হয়েছে। তাই সেবার বিষয়টি অবশ্যই অগ্রাধিকার থাকবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, প্রবাসী ব্যবসায়ীরা, ট্রাভেল এজেন্ট এবং ইতালি ও ইউরোপিয়ান আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে রোম রুটের ফ্লাইট। রোম থেকে ঢাকা রুটে প্রথম ফ্লাইটে ১১ টি বিজনেস ক্লাস এবং ২৪৩ টি ইকোনমিক ক্লাসে যাত্রীসহ পূর্ণ হয় বিমানটি।
এর আগে ৯ বছর পর বুধবার (২৭ মার্চ) থেকে ঢাকা-রোম-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার ফ্লাইট চালু করেছে। উদ্বোধনী ফ্লাইটটি রোমে পৌঁছানোর পর ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বিমানবন্দরে এসে যাত্রীদের স্বাগত জানান।
ইতালি প্রবাসী বাংলাদেশিরা আবার বিমান চালু হাওয়াতে খুশি হয়েছেন এবং তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।