স্বাস্থ্যের অবনতি হওয়ায় আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের একজন কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, "মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে গতরাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
এর আগে, গত বুধবার (২৭ মার্চ) খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে তার বাসায় গিয়ে তার চিকিৎসা দিচ্ছিলেন।
স্বাস্থ্যজনিত কারণে গত বছর বেশ কয়েকবার সিসিইউতে যেতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে।
গত বছরের ৯ আগস্ট তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অক্টোবরে, জরুরি পরিস্থিতির ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের তিন চিকিৎসক ঢাকায় আসেন।
পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর চলতি বছরের ১১ জানুয়ারি গুলশানে নিজ বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।
৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।