বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেফতার
বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বম সম্প্রদায়ের ৩ জন এবং একজন জীপ গাড়ি চালককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে বান্দরবানে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাদেরকে গতকাল আলাদা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার করা ব্যক্তিদের কেএনএফ সদস্য বলে উল্লেখ করা হয়নি। তবে থানচি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত আসামী বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের বাসিন্দা জিংচুন নং এর ছেলে ভাননু নুয়াম বম, থানচি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের সিংত্লাংপি পাড়ার বাসিন্দা জেমিনিউ বম ও আমে লনচেও বম। জেমিনিউ বম এবং আমে লনচেও বম সম্পর্কে ভাই-বোন।
তাদেরকে রবিবার (৭ এপ্রিল) রাতে বান্দরবান-চট্টগ্রাম সড়কের রেইচা চেক পোষ্ট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আরেকজন হলেন থানচি সদর ইউনিয়নের টিএন্ডটি পাড়ার বাসিন্দা ইউসুফের ছেলে গাড়ি চালক কফিল উদ্দিন (২৮)। তাকে থানচি ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যবহার করা সাদা রংয়ের ভলভো গাড়ির চালক বলে উল্লেখ করা হয়েছে। সোমবার দুপুরে থানচি সদরের টিএন্ডটি পাড়া থেকে কফিলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩ এপ্রিল দুপুরের ১২টা ৪০ মিনিটের সময় থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে অস্ত্রধারী ডাকাত দলের ২৫-৩০ জন সদস্য পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "অস্ত্রের মুখে উপস্থিত লোকজনদের জিম্মি করে সোনালী ব্যাংক থেকে ১৪-১৫ লাখ টাকা এবং কৃষি ব্যাংক থেকে আনুমানিক লাখ টাকা ছিনিয়ে নেয়। তাছাড়া ১০-১৫টি মোবাইল কেড়ে নেয়। পরে গুলি বর্ষণ করে ঘটনাস্থল থেকে পশ্চিম দিকে শাজাহান পাড়ার দিকে চলে যায় তারা।"
পরে এ ঘটনায় থানচি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।