সিটি ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক
এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক একীভূত হওয়ার পর এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক।
আজ সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র থেকে জানানো হয়েছে, সিটি ব্যাংকের সাথে বেসিক ব্যাংকের একীভূতকরণ স্বেচ্ছায় হবে।
আজ সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংকের সাথে একীভূত করার সুপারিশ করা হয়। এরপর সিটি ব্যাংক ও বেসিক ব্যাংক উভয়ের বোর্ডের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ নিয়ে দুই ব্যাংকের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলাপকালে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, "আমরা এখনো একীভূত করার জন্য কোনো দুর্বল ব্যাংককে চূড়ান্ত করিনি।"
সিটি ব্যাংক এখনো একীভূতকরণের জন্য নির্বাচিত কয়েকটি দুর্বল ব্যাংকের অবস্থা পর্যালোচনা করছে। এরপর বাছাইকৃত ব্যাংক এর সাথে একীভূতকরণের অনুমোদনের জন্য বোর্ডে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, সিটি ব্যাংকের জন্য একীভূতকরণ মডেল ভিন্ন হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, দুটো ব্যাংক একীভূত হলেও তারা পরবর্তী তিন বছরের জন্য পৃথক আর্থিক প্রতিবেদন তৈরি করবে।
এ নিয়ে মোট আটটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে যার মধ্যে দুটো সরকারি ব্যাংক এবং দুটো বেসরকারি ব্যাংক। গত মার্চে প্রথমবারের মতো এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংককে একীভূত করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) কৃষি ব্যাংকের সাথে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) সোনালী ব্যাংকের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।