রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির
রাত ১১টার মধ্যে রাস্তার পাশের সব চায়ের দোকান বন্ধ নিশ্চিত করতে রাজধানীর পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
গতকাল (২৮ এপ্রিল) বিকেলে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "রাজধানীর বিভিন্ন এলাকায় চায়ের দোকান গভীর রাত পর্যন্ত খোলা থাকে। কিছু দোকান আবার সারারাতও খোলা থাকে।"
তিনি বলেন, "অনেক সময় দেখা যায়, এসব অস্থায়ী দোকানে অপরাধীরা সারা রাত আড্ডা দেয়, আর সুযোগ পেলেই ছিনতাই করে। রাস্তার পাশের বিড়ি, পান ও চায়ের দোকান রাত ১১টার পর বন্ধ করে দিতে হবে।"
এ সময় তিনি কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, "রাস্তায় পুলিশের স্টিকার লাগানো কোনো গাড়ি দেখলে কর্তব্যরত পুলিশ অবশ্যই যাচাই করবেন। গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে বা ডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসীদের চলাফেরার তথ্য পাওয়া গেছে।"
"যাচাইয়ের পর যদি তা পুলিশের গাড়ি বলে প্রমাণিত না হয়, তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে," বলেন তিনি।