বুধবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার (১ মে) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, "ম্যাডামকে (খালেদা জিয়া) কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।"
তিনি বলেন, "মেডিকেল বোর্ড বৈঠক করে তার চিকিৎসার জন্য পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে।"
বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এর আগে, গত ৩১ মার্চ বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে প্যাথলজিক্যাল টেস্ট ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য দুই দিন অবস্থান করেন।
২০২০ সালে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন।