উপজেলা নির্বাচনে আ.লীগের এমপি-মন্ত্রীরা তাদের আত্মীয়দের সমর্থন দিচ্ছেন না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার (৩ মে) বলেছেন, ক্ষমতাসীন দলের এমপি বা মন্ত্রীরা আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া তাদের আত্মীয়-স্বজনদের কোনো সমর্থন দিচ্ছেন না।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, 'আমার এক স্বজনও উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রশ্ন হচ্ছে, তার প্রতি আমার কোনো সমর্থন আছে কি না অথবা আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনি প্রক্রিয়াকে প্রভাবিত করছি কি না।'
'পার্টি বা নেতৃস্থানীয় কারও সঙ্গে প্রার্থীর কোনো সংযোগ নেই। আমার সমর্থনের তো প্রশ্নই ওঠে না,' বলেন তিনি।
৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য বা মন্ত্রীদের আত্মীয়স্বজন প্রার্থী হয়েছেন এমন খবরের মধ্যে এ মন্তব্য করলেন ওবায়দুল কাদের।
দলটির নেতারা তাদের আত্মীয় প্রার্থীদের পক্ষে স্থানীয় প্রশাসন ও নির্বাচনি প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এরই মধ্যে অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার শুরু করেছেন। গোলাম দস্তগীরের ছেলেসহ কয়েকজন ইতোমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।'
তিনি বলেন, 'আমি কোনো অবস্থাতেই কোনো ধরনের স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেব না।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সমর্থন ছাড়াই কিছু লোক ব্যক্তিগতভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে; এমন বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
পরিবারে সবকিছুকে কেন্দ্রীভূত করা উচিত নয় বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যায় ওবায়দুল কাদের বলেন, 'স্বজনদের সবকিছু দেওয়ার জন্য যদি সবকিছু কেন্দ্রীভূত করা হয়, তাহলে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতারা যাবেন কোথায়? এ কথা আমাদের সভাপতি বলেছেন। আমাদের সবার বক্তব্য সেটাই।'