মানবপাচারের মামলায় মিল্টন সমাদ্দার আরও ৪ দিনের রিমান্ডে
মানবপাচারের অভিযোগে দায়ের করা এক মামলায় মিল্টন সমাদ্দারকে আবারও চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার (৫ মে) নতুন করে এ রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার।
মৃত্যু সনদপত্রের জালিয়াতির মামলায় তিন দিনের রিমান্ডশেষে এ দিন তাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে প্রায় এক কোটি ৬০ লাখ অনুসারী রয়েছে মিল্টন সমাদ্দারের। গত ১ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা তাকে গ্রেপ্তার করে।
রাজধানীতে তার দাতব্য সংস্থা 'চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার'-এর সঙ্গে সম্পৃক্ত প্রায় ৮৩৫ জন মানুষের মৃত্যুর সনদপত্র জাল করার অভিযোগে গ্রেপ্তার হন মিল্টন।
ডিএমপি'র অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, 'মিল্টন আমাদের কাছে স্বীকার করেছেন, তিনি ৯০০ জনকে দাফন করেননি। তিনি কেবল ১৩৫ জনের লাশ দাফন করেছেন। বেশি অনুদান পাওয়ার জন্য এ সংখ্যা বাড়িয়ে বলেছেন তিনি।'
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মিল্টন সমাদ্দার বিভিন্ন লোকের কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ ব্যয় করেননি। 'তিনি শিশুদের হাসপাতালে পাঠাননি বা কারও মৃত্যুর বিষয়েও কখনো পুলিশকে কিছু জানাননি।'