চট্টগ্রাম বন্দরের কাছে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট আহত
বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ১৩০ (YAK 130) প্রশিক্ষণ বিমান আজ (৯ মে) যান্ত্রিক ত্রুটির কারণে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনায় দুই পাইলটই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।
তিনি টিবিএসকে বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ইয়াক ১৩০ বিমানটি সম্ভবত পানিতে ডুবে গেছে; এটি এখনও খুঁজে পাওয়া যায়নি। দুই পাইলট বিমান থেকে বের হতে পেরেছেন।'
দুই পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবাহিনীর একটি সূত্র জানায়, চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি বিমানবাহিনীর চট্টগ্রাম ইউনিটের নয়।
এর আগে ২০১৫ সালের জুনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর সাগরে বিধ্বস্ত হয়। নিখোঁজ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদের সন্ধান পাওয়া যায়নি।
২০১১ সালের ১০ অক্টোবর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ফ্লাইট লেফটেন্যান্ট মুনতাসিন বিমান থেকে বের হতে পারেন।
২০১০ সালের ২৩ সেপ্টেম্বর পতেঙ্গা বোট ক্লাবের কাছে একটি বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ সানজিদ বেঁচে যান।