এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, যেভাবে ফল জানা যাবে
২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (১২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেওয়া হয়েছে।
আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করফেন।
শিক্ষার্থীরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনেও ফলাফল জানতে পারছে।
যেভাবে জানা যাবে ফলাফল
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানতে পারছে।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফলাফল শিট ডাউনলোড করা যাবে। এজন্য ঢাকা শিক্ষা www.educationboardresults.gov.bd Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর এন্ট্রি করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।
এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে স্পেস দিয়ে পরীক্ষার বছর (2024) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি মেসেজেই ফলাফল পেয়ে যাবে শিক্ষার্থী।
এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পাওয়ার জন্য বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার রেওয়াজ রয়েছে।