দেশের ৫ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি
এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
ঢাকাসহ পাঁচটি বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৫ মে) এ সতর্কতা জারি করা হয়।
এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
আরও বলা হয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।