ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকাসহ অন্যান্য শহরের রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২০ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক অবস্থা বিবেচনায় নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য সিদ্ধান্ত পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী।
গত ১৬ মে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সভায় সড়কে গাড়ির গতি ৮০ কিলোমিটার সীমার মধ্যে রাখা, মোটরসাইকেল চালকদের হেলমেট ছাড়া জ্বালানি না দেয়া ('নো হেলমেট, নো ফুয়েল') এবং সারাদেশে ব্যটারিচালিত তিন চাকার যান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল
কাদের বলেছেন, মন্ত্রাপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীসহ বিভিন্ন সিটি এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আপাতত বাতিল করার নির্দেশ দিয়েছেন।
কিন্তু দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর গতকাল (১৯ মে) রিকশাচালকরা প্রতিবাদে রাস্তায় নামেন। মিরপুর-১০, পল্লবী ও আগারগাঁও এলাকায় বিক্ষোভ করেন তারা।
আজও রাজধানীর রামপুরা-বাড্ডা, কুড়িল, খিলক্ষেত এলাকায় বিক্ষোভ করেছেন তারা।
আন্দোলনরত অটোরিকশা চালকদের বিরুদ্ধে পল্লবীতে দুটি, কাফরুলে একটি ও মিরপুর মডেল থানায় একটিসহ তিনটি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল (১৯ মে) দিনব্যাপী বিক্ষোভ চলাকালে পুলিশের দায়িত্ব পালনে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।