প্রধান নির্বাচন কমিশনারের বেতন হবে ১ লাখ ৫ হাজার টাকা, সঙ্গে থাকবে ৫০ শতাংশ অন্যান্য ভাতা
নতুন একটি আইনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বেতন আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
এর ফলে প্রধান নির্বাচন কমিশনার বেতন পাবেন এক লাখ পাঁচ হাজার টাকা। আর নির্বাচন কমিশনারেরা বেতন পাবেন ৯৫ হাজার টাকা।
সোমবার (২০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৪-এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সেখানেই এ বেতন নির্ধারণ করা হয়েছে বলে বৈঠকের পর বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বেতন সুনির্দিষ্ট করা হয়েছে। এর আগের আইনে বলা ছিল, প্রধান নির্বাচন কমিশনার বেতন পাবেন আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্যান্য নির্বাচন কমিশনারেরা বেতন পাবেন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমান।
তিনি বলেন, 'নতুন আইনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বেতন পাবেন এক লাখ পাঁচ হাজার টাকা। আর নির্বাচন কমিশনারেরা বেতন পাবেন ৯৫ হাজার টাকা।'
এর সঙ্গে মূল বেতনের ৫০ শতাংশ বিশেষ ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা পাবেন তারা। নিয়ামক ভাতা হিসেবে পাবেন আট হাজার টাকা। এছাড়া থাকবে আবাসন, যানবাহন ও পাচক সুবিধা।
মাহবুব হোসেন বলেন, 'আগের আইনটি ছিল ১৯৮৩ সালে সামরিক শাসনামলে করা। সরকার সামরিক শাসন আমলে করা বেশকিছু আইন বাতিল করে নতুন করে প্রণয়ন করছে।
'পাশাপাশি নতুন আইনগুলো বাংলায় করা হচ্ছে। এ আইনটিও একই কারণে নতুন করে করা হচ্ছে।'