বাড্ডা-রামপুরা সড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগে নগরবাসী
মঙ্গলবার (২১ মে) সকাল থেকে বাড্ডা-রামপুরা সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন নগরবাসী।
বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ওয়াসার রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এ যানজট তৈরি হয় বলে জানান ভুক্তোভোগী যাত্রীরা।
অবশ্য পুলিশের দাবি, রাস্তায় আজ যানবাহনের সংখ্যা বেশি থাকায় এমন যানজটের সৃষ্টি হয়েছে।
বাড্ডা ট্রাফিক জোনের সহকারী কমিশনার শুভ ঘোষ বলেন, "আজ রাস্তায় যানবাহনের সংখ্যা স্বাভাবিক দিনের চেয়ে বেশি, ফলে যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদেরও স্বাভাবিক দিনের চেয়ে একটু বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।"
এর আগে, ভোরের দিকে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের সামনে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে যায়।
ট্রাকটি সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে ঘণ্টাখানেক সময় লাগে।