উপজেলা নির্বাচন: ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৭%
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৪ ঘণ্টায় ১৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, "দুপুর ১২টা পর্যন্ত আমরা দশ হাজার কেন্দ্রের প্রদত্ত ভোটার ফলাফল পেয়েছি। এতে দেখা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৬.৯৪ শতাংশের মতো।"
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে দেশের ৬৩ জেলার ১৫৬ উপজেলার ১৩,১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, "এই সময়ের মধ্যে নির্বাচন কেন্দ্রে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার সংখ্যা মাত্র ১৮টি।"
"এরমধ্যে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের সময় এক ব্যক্তির পিঠে কোপ দেওয়া হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।"
"এছাড়া দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন ভোটার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করেছেন। তাকে হাসপাতালে নেওয়ার পরে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া, রাজশাহীতে একজন আনসার সদস্য স্ট্রোক করে ভোটকেন্দ্রে মারা গেছেন," যোগ করেন তিনি।
ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, "আমরা আশা করি, বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট কার্যক্রম সম্পন্ন হবে।"