উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩৭.৬৭%: নির্বাচন কমিশন
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩৭.৬৭ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ মে) ইসি সচিবালয় থেকে এমন তথ্য দেওয়া হয়।
ইসি সচিবালয়ের নির্বাচনী প্রতিবেদন থেকে জানা গেছে, আগের দিন ২১ মে অনুষ্ঠিত ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিল ৩ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৬২০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৭ জন। অর্থাৎ ভোট পড়েছে ৩৭.৬৭ শতাংশ।
এর আগে, গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের ১৩৯ উপজেলা নির্বাচনে ভোট পড়েছিল মাত্র ৩৬.১ শতাংশ।
এত কম ভোটার উপস্থিতিতে, দ্বিতীয় ধাপে ভোটার টানতে মরিয়া হয়ে প্রচারণা চালান প্রার্থীরা। নির্বাচন কমিশনও ভোটার আর্কষণ করতে নানান প্রস্তুতি নেয়। দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে কমিশন দাবি করেছিল, প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে ভোট বেশি পড়বে।
তবে এত কিছুর পরও প্রথম ধাপের তুলনায় এই ধাপে ভোটার বেড়েছে মাত্র ১.৬৬ শতাংশ।
দ্বিতীয় ধাপের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি
উপজেলায়, ৭৪.৯৫ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে রাজশাহীর বাঘমারা উপজেলায়, মাত্র ১৭.৯৮ শতাংশ।
এই নির্বাচনে ব্যালট পেপারে ভোট হয়েছে ১২৯টি উপজেলায়। এতে ভোট পড়েছে ৩৮.৪৭ শতাংশ। আর ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট হয়েছে ২৩টিতে, সেসব কেন্দ্রে ভোট পড়েছে ৩২.১৭ শতাংশ।
এবার দেশের উপজেলাগুলোয় চার ধাপে নির্বাচন করছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মে তৃতীয় ও ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।