দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশজুড়ে গ্যাসের চাপ কম থাকতে পারে
খারাপ আবহাওয়ার কারণে সঞ্চালন লাইনের মাধ্যমে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।
বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করেন তিনি।
গতকাল রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পেয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম থাকতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রেমাল নামের একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, আরবিতে যার অর্থ 'বালি'।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমাল রোববার (২৬ মে) মধ্যরাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী স্থানে আঘাত হানবে।
এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কর্তৃক গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কাজের জন্য আগামীকাল (২৬ মে) টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাস পাইপলাইন মেরামত/স্থানান্তরের জন্য রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ থাকবে না।
এ সময় আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপও কম থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষও গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।