উপজেলা নির্বাচনের ৩য় ধাপ: চার ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশের কম
ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রথম চার ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিব মো. জাহাঙ্গীর আলম।
আজ বুধবার (২৯ মে) আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তৃতীয় ধাপে আজ ৮৭টি উপজেলায় নির্বাচন চলছে। সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মো. জাহাঙ্গীর আলম বলেন, "নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা বিক্ষিপ্তভাবে ভোটের হার পেয়েছি। এতে দেখা গেছে, কোথাও ১৭, কোথাও ১৮ এবং কোথাও ২০ শতাংশ ভোট পড়েছে। তবে সামগ্রিকভাবে ২০ শতাংশের কম ভোট পড়েছে।"
মোট ভোটকেন্দ্র ৭ হাজার ৪৫০টি। এরমধ্যে এখন পর্যন্ত অর্ধেক কেন্দ্রের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।