ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে এয়ারবাসের সঙ্গে বিমানের আলোচনা চলছে: বিদায়ী এমডি
নতুন নতুন উড়োজাহাজ কেনার মধ্য দিয়ে বিমান তার বহরে বৈচিত্র্য আনতে যাচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম।
তিনি বলেছেন, 'যেকোনো সময় যেকোনো কোম্পানি খারাপ করতে পারে। তখন যাতে আমরা বড় ধরনের কোনো বিপদে কিংবা ঝুঁকিতে না পড়ি, ভবিষ্যতে আমাদের স্ট্রেন্থ যাতে আনস্টেবল না হয়, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাসের সাথে আমাদের আলোচনা চলছে। আমরা যদি এয়ারবাস ও বোয়িংয়ের একটি চমৎকার সমন্বয় করতে পারি, তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এশিয়ায় বা বিশ্বের মধ্যে একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।'
দেশের এভিয়েশন ও পর্যটন খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আজ বুধবার (২৯ মে) বিমানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন ছিল শফিউল আজিমের বিমানে শেষ কর্মদিবস। সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
শফিউল আাজিম বলেন, 'এখন যেহেতু আমরা বহর বড় করছি, এখন যদি বৈচিত্র্য না আসে, যদি শুধু সিঙ্গেল সোর্সের ওপর থাকি, তাহলে যাত্রীদের চয়েস করার সুযোগ থাকবে না। আপনারা জানেন যে যাত্রীদেরও অনেক সময় চয়েস থাকে যে তারা কোন কোম্পানির এয়ারক্রাফটে ভ্রমণ করবে|'
সিস্টেম বা পলিসি অনুসরণ করেই এয়ারবাস কেনা হবে জানিয়ে বিমানের এমডি বলেন, 'এখানে কোনো ব্যত্যয়ের সুযোগ নেই। আমরা টেকনিক্যালি ব্যাকআপ পাচ্ছি কি না, আর্থিকভাবে লাভজনক অবস্থায় আছি কি না, এগুলো দেখা হবে। সুতরাং আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে বোয়িং এবং এয়ারবাসের মধ্যে সুস্থ প্রতিযোগিতায় যাওয়ার | তাহলে কেন এই সুযোগটি আমরা নেব না?'
তিনি জানান, এয়ারবাস কেনার সিদ্ধান্ত আগেই হয়েছে। এখন শুধু তাদের প্রপোজাল পর্যালোচনা করা হচ্ছে।
এয়ারবাস কেনার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, 'এভালুয়েশন কমিটির রিপোর্ট এখন নেগোসিয়েশন কমিটিকে রেফার করেছে বিমান বোর্ড। এখন তারা এয়ারবাসের সঙ্গে ডিল করবে।'
এভালুয়েশন কমিটি বোয়িংয়ের রিপোর্টও পর্যালোচনা করবে জানিয়ে তিনি বলেন, 'একই কমিটি বোয়িংয়ের প্রপোজাল পর্যালোচনা করবে। এয়ারবাসের পর্যালোচনার পরেই বোয়িংয়েরটা পর্যালোচনা করা হবে। দুটি যখন একসঙ্গে আসবে, তখন বায়ার হিসেবে আমরা সুবিধাজনক অবস্থানে থাকব।'
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি তানজিম আনওয়ার।